

রাফসান জামি মীমকে মাদক বিরোধী সংগঠন ‘মানাব’র সংবর্ধনা।
বাংলাদেশের হয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইয়ে কাতারে অংশ নিয়ে দারুণভাবে রাঙিয়ে দিয়েছে ঈশ্বরদী ব্রার্দাস ইউনিয়নের কৃতি ফুটবলার রাফসান জামি মীম। দারুণ সাফল্য পাওয়া তরুণ ফুটবলারকে সংবর্ধনা দিয়েছেন মাদক বিরোধী সংগঠন ‘মানাব’।
শুক্রবার (০১ নভেম্বর) রাতে শহরের বাবুপাড়ায় আলহাজ খায়রুজ্জামান বাবু ঈদগাহ মাঠ সংলগ্ন ব্রার্দাস ইউনিয়নের কার্যালয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হোসেন রুবেল। সভাপতি মাসুম পারভেজ কল্লোলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী ব্রার্দাস ইউনিয়ন ক্লাবের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা হবিবুর রহমান হবি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘রাফসান ঈশ্বরদীর জন্য সম্মান বয়ে এনেছে। তিনি এই সাফল্যকে ঈশ্বরদীর জন্য বিশাল অর্জন বলে উল্লেখ করে বলেন, শিশু কিশোর যুবকদের মাদক থেকে দৃষ্টি ফেরাতে ফুটবল খেলতে মাঠে যেতে হবে, মাদকে না বলতে হবে।
এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঈশ্বরদী ব্রার্দাস ইউনিয়নের কোচ আবুল কালাম রনা, নির্বাহী সদস্য জাফুরুল ইসলাম রতন ও সাপ্তাহিক ঈশ্বরদী পত্রিকার সম্পাদক সেলিম সরদারসহ আরও অনেকে।
‘মানাব’র দেওয়া সংবর্ধনা পেয়ে খুবই খুশি রাফসান জামি মীম, ‘সত্যিই আমার জন্য খুবই আনন্দের, গুনিজনেরা আমাকে সংবর্ধনা দিয়েছেন। তাঁদের কাছ থেকে যে প্রেরণা পেয়েছি তা ভবিষ্যতে ভালো করার আত্মবিশ্বাস যোগাবে।’
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।