

প্রতীকী ছবি
ঈশ্বরদীতে ছেলের ওপর অভিমান করে হালিমা বেগম (৫৫) নামের এক নারী গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের দীঘা স্কুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
হালিমা বেগম ওই গ্রামের আকাত আলীর স্ত্রী। খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। স্থানীয়রা জানান, ছেলে আবদুল হালিম (২৫) তার পছন্দের এক মেয়েকে বিয়ের জন্য বাড়িতে জানায়। এতে হালিমের মা হালিমা বেগম রাজি না হওয়ায় ছেলের সঙ্গে ঝগড়া হয়।
স্থানীয় প্রতিবেশীরা জানায়, ছেলে হালিম বিয়ে করে বউ নিয়ে বাড়ি আসছে এমন খবর শুনে ছেলের ওপর অভিমান করে মা হালিমা বেগম বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করে।
ঈশ্বরদী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, ছেলের সঙ্গে রাগারাগি করে হালিমা বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠােনো হয়েছে।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান।