

ঈশ্বরদীর ম্যাপ
ঈশ্বরদীতে এক শিশুকে বলৎকারের অভিযোগে বকুল হোসেন (৩৩) নামে কামালপুর কমিউনিটি ক্লিনিকের অফিস সহায়কে আটক করেছে পুলিশ।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়ন থেকে তাঁকে আটক করে পুলিশ।
আটক অফিস সহায়কের বাড়ি পাবনার সুজানগর উপজেলার মথুরাপুর গ্রামে। তার পিতার মজিবর প্রামাণিক।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত রোববার রাতে কামালপুর কমিউনিটি ক্লিনিকের অফিস সহায়ক বকুল হোসেনের হাতে বলৎকারের শিকার হওয়ার অভিযোগ করে এক শিশু, যার বয়স ৮ বছর।
পরে শিশুটি বাড়িতে গিয়ে তার পরিবারকে এ বিষয়ে জানায়। শিশুটির বাড়ি লক্ষীকুণ্ডা ইউনিয়নের বিলকেদার গ্রামে।
মঙ্গলবার (০৮ অক্টোবর) রাতে আটকের বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, ‘আমরা সকালে খবর পাই লক্ষীকুণ্ডা ইউনিয়নের এক শিশু বলৎকারের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়েছে। খবর পেয়ে সকালেই আমরা ছেলেটির বাড়িতে যাই। সেখানে গিয়ে জানতে পারি ছেলেটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে বাবার কাছ থেকে পাওয়া মৌখিক অভিযোগের ভিত্তিতে আমরা বকুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করি’।