

বিক্ষুব্ধ ছাত্ররা ঈশ্বরদী-কুষ্টিয়া সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে৷
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় সম্পদ হোসেন (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সম্পদ উপজেলার ভাষা শহীদ বিদ্যা নিকেতনের দশম শ্রেণির ছাত্র ছিল।
বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী-কুষ্টিয়া সড়কের সাকড়েগাড়ী মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত হওয়ার সংবাদ পেয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঈশ্বরদী-কুষ্টিয়া বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। সংবাদ পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাইকেলযোগে সম্পদ স্কুলে যাচ্ছিল। পথিমধ্যে সাকড়েগাড়ী নামক স্থানে পৌঁছামাত্র পেছন দিক থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় সম্পদ রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে অবরোধ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ওসি আরোও জানান, পুলিশ ঘাতক ট্রাক এবং ট্রাকের হেলপার রুবেল হোসেন (২৮) কে আটক করেছে।