

আলোচনা অনুষ্ঠান।
“কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা” প্রতিপাদ্যকে সামনে রেখে ঈশ্বরদীতে জাতীয় কন্যা শিশু দিবস ২০১৯ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলার পূর্ব টেংরী বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহাম্মদ হোসেন ভূঁইয়া-এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা সুলতানার উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মমতাজ মহল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া, আই.সি.টি ফোরামের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সবুজ প্রমুখ।