

তথ্য মেলার উদ্বোধন করছেন অতিথিরা।
ঈশ্বরদীতে দিনব্যাপী তথ্য অধিকার মেলা উদ্বোধনের মধ্য দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস।
রোববার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়।
মেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহাম্মদ হোসেন ভুঁইয়া। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মমতাজ মহল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার, পাবনা জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস ছালাম খান ও মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি প্রমুখ।
মেলায় উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের একাধিক স্টল রয়েছে। স্টলগুলোতে ভিড় ছিল তথ্য সেবাগ্রহীতাদের। তাঁদের তথ্য প্রদানে ও তথ্য সংগ্রহ পদ্ধতি জানাতে ব্যস্ত ছিলেন কর্মকর্তারা।