

কমিটি গঠন করার সময়।
ঈশ্বরদী উপজেলায় মাধ্যমিক পর্যায়ে মিড-ডে মিল বা দুপুরের খাবার চালু করতে মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয় ও ভাষা শহীদ বিদ্যা নিকেতনে কমিটি গঠন করেছে পাবনা জেলা শিক্ষা অফিস।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ উপলক্ষ্যে দুই শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা শিক্ষা অফিসার এস এম মোসলেম উদ্দিন।
গত ১ আগস্ট মাধ্যমিক পর্যায়ে মিড-ডে মিল চালু করতে শিক্ষা অফিসারদের কাছে আগ্রহী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চেয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এরপর সোমবার সাত সদস্যের এ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে আহ্বায়ক করে ম্যানেজিং কমিটির একজন প্রতিনিধি, দুইজন অভিভাবক প্রতিনিধি, স্টুডেন্ট কেবিনেটের দুইজন সদস্য বা দুজন শিক্ষার্থী এবং একজন শিক্ষক প্রতিনিধি নিয়ে কমিটি গঠন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ঈশ্বরদী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার, মাধ্যমিক শিক্ষার একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম ও আই.সি.টি ফোরামের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সবুজ।