

ঈশ্বরদীর ম্যাপ
একটি বিদেশি রিভলবারসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন র্যাব নাটোর ক্যাম্পের (সিপিসি-২) সদস্যরা।
সোমবার (২৩ সোমবার) রাতে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া এলাকা থেকে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
তাঁরা হলেন হাফিজুর রহমান (৩২) ও জাহিদ হাসান (৩৫)।
হাফিজুর পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার গড়গড়ি গ্রামের ওমর আলীর ছেলে। আর জাহিদ পাবনা সদর উপজেলার সাথিয়ানী মধ্যপাড়া গ্রামের আবু জাফরের ছেলে।
র্যাব নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার রাজিবুল আহসান বলেন, আওতাপাড়া এলাকায় অস্ত্র বিক্রেতার সন্ধান পায় র্যাব। সোমবার রাত ১১টার দিকে র্যাবের এক সদস্য অস্ত্রের ক্রেতা সেজে ছদ্মবেশে সেখানে যান। মোটরসাইকেলে করে অস্ত্র নিয়ে হাজির হলে দুই ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে রাতেই হাফিজুর ও জাহিদকে ঈশ্বরদী থানায় সোপর্দ করে মামলা করা হয়।