

ঈশ্বরদীর ম্যাপ
ঈশ্বরদীতে স্কুলে পড়ুয়া এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ম্যাক্সের উপঠিকাদারি প্রতিষ্ঠান মীর কনস্ট্রাকশনের ছয় শ্রমিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে পাকশী ইউনিয়নের চরসাহাপুর এলাকায় থেকে তাঁদের আটক করা হয়। তাৎক্ষনিক ভাবে তাঁদের নাম পরিচয় জানা যায়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভুক্তভোগী শিক্ষার্থী নতুনহাট চর সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করে। প্রতিদিনের মত আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে নিজের বাড়ির সামনে দিয়ে স্কুলে যাচ্ছিল। তাঁর বাড়ির পাশে ঠিকাদারী প্রতিষ্ঠান মীর কনস্ট্রাকশনের কয়েক জন ব্যাচেলর শ্রমিক ভাড়া থাকতেন। স্কুল শিক্ষার্থী ওই বাড়ির সামনে এলে শ্রমিকরা তাকে জোরপূর্বক ঘরের মধ্যে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। এসময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বখাটে শ্রমিকদের পিটুনী দিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের আটক করে থানায় নিয়ে যায়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দী ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।