

ঈশ্বরদীর ম্যাপ
ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের হাটপাড়া এলাকায় সাইলা আক্তার (১৯) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী আবির হোসেন ও তাঁর শাশুড়ি রিপা খাতুনকে আটক করেছে।
সাইলা আক্তারের বাবা সবুজ মিয়া মুঠোফোনে অভিযোগ করেন, শ্বশুরবাড়ির লোকজনই সাইলাকে হত্যা করেছে। তিনি বলেন, বিয়ের পর থেকেই তাঁর মেয়েকে শারীরিক নির্যাতন করা হতো বলে তিনি অভিযোগ করেন। এ নিয়ে কয়েকবার গ্রাম্য সালিস হয়েছে বলে জানান তিনি।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে অচেতন অবস্থায় সাইলাকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সাইলাকে মৃত ঘোষণা করেন।
পাবনা জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই লিপির মৃত্যু হয়। তাঁর গলায় ফাঁসের চিহ্ন রয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, ‘ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদের জন্য সাইলার স্বামী আবির হোসেন ও শাশুড়ি রিপা খাতুনকে আটক করা হয়েছে।’