

ঈশ্বরদীর ম্যাপ
ঈশ্বরদী উপজেলায় লাকী খাতুন (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাকশী ইউনিয়নের বিশুতলা এলাকা থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়।
নিহত লাকী বিশুতলা গ্রামের শুভ বিশ্বাসের স্ত্রী। তাকে খুন করা হয়েছে, নাকি তিনি আত্মহত্যা করেছেন, এ বিষয়ে এখনো পর্যন্ত বিস্তারিত কিছু জানতে পারেনি পুলিশ।
লাকীর পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে পরিবারের লোকজন তার ঘরের দরজা বন্ধ পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখতে পায় লাকী গলায় রশি পেচানো অবস্থায় ঝুলছে। পরে খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, ঘটনার সময় লাকীর স্বামী বাইরে ছিলেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে, কোনো মানসিক হতাশা থেকে লাকী আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।