

শনিবার (৬ এপ্রিল) রাতে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বিপিএম, পিপিএমের নেতৃত্বে ঈশ্বরদী শহরে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ইস্তা এলাকা থেকে মাদক ব্যবসায়ী সজিব ও মাহাতাবকে ৪৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
অন্যদিকে কামালপুর ও ফতেমোহাম্মদপুর এলাকা থেকে ছাগল চুরির অভিযোগে বুলবুল ও টুলটুলি বেগমকে এবং চোরাই ছাগল কেনার অভিযোগে কসাই জহুরুলকে গ্রেফতার করা হয়েছে।
গত এক মাসে ৬০ টি মাদক মামলায় বিপুল পরিমান মাদকসহ একশ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে ঈশ্বরদী উপজেলায় মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
রোববার (৭ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের সাথে এ নিয়ে চিন্তাভাবনা বলছিলেন।