

ঈশ্বরদীর ম্যাপ
ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়া অঞ্চল (ইপিজেড) এলাকার ‘পাকশী হোটেল’ (আবাসিক) থেকে তানভীর রায়হান (৪৪) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ আগস্ট) সকালে হোটেলের একটি কক্ষে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।
তিনি ঢাকার খিলগাঁও পশ্চিম রামপুর এলাকার রায়হানুল হকের ছেলে।
পাকশী ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘গত ২২ জুলাই রাতে তানভীর রায়হান পাকশী হোটেলটির দ্বিতীয় তলার ৪ নম্বর কক্ষে ওঠেন। শুক্রবার সকালে হোটেলের কক্ষ পরিষ্কার করার জন্য পরিচ্ছন্নতাকর্মী ওই কক্ষে যান। অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সকাল সাড়ে আটটার দিকে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ওই কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে খাটের এক পাশে বসা অবস্থায় তানভীরের লাশ পায়।’
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ‘দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। হার্টের রক্তনালি ব্লক জনিত রোগসহ নানা রোগে ভুগছিলেন তিনি। সে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বিভিন্ন ব্যবসা করতেন।’
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, ‘মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশের ময়নাতদন্ত করা হতে পারে।’