

পুলিশের হেফাজতে দুই মাদক ব্যবসায়ী।
ঈশ্বরদীতে ২৩ বোতল ফেন্সিডিল ও দুইটি স্টিলের চাপ্পলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৯ জুলাই) গভীর রাতে উপজেলার সাহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হলেন- দিয়ার বাঘইল এলাকার মৃত সাদেক আলীর ছেলে তৌহিদুল ইসলাম সেলিম (৩৭) ও আওতাপাড়া এলাকার মৃত মোজাম্মেল হোসেনের ছেলে ফারুক (৩১)।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাহাপুর ইউনিয়নে চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ফেন্সিডিল এবং চাপ্পলসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারদের মঙ্গলবার (৩০ জুলাই) পাবনা আদালতে পাঠানো হয়েছে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘সেলিম দীর্ঘদিন যাবৎ চোরাইপথে মাদকদ্রব্য এনে ঈশ্বরদীর বিভিন্ন স্থানে বিক্রি করত। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মাদক ও অন্যান্য মামলা বিচারাধীন আছে।’