

ঈশ্বরদীতে বাল্য বিবাহ দেওয়ার অপরাধে দুই জনকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের দাদাপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে মেয়ের বাবা রিয়াজুল (৪০) ও ছেলে পক্ষের চাচা আসাদুলকে (৩৭) আটক করে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ছেলের বয়স ২২। মেয়ের ১৫ বছর পূর্ণ হয়নি, স্থানীয় একটি মাধ্যমিক স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে সে। এ বিয়ের বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিষেধ করা হয়। কিন্তু বাধা উপেক্ষা করে বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে গোপনে বিয়ে সম্পন্ন করে উভয় পরিবার।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বিকাশ চক্রবর্তি ওই দিন রাতে পুলিশ নিয়ে বিয়েবাড়িতে হাজির হন। গিয়ে দেখেন সম্পন্ন হয়েছে এই বিয়ে। তাঁদের উপস্থিতি টের পেয়ে কাজি ও বর কৌশলে পালিয়ে যান। কিন্তু ধরা পড়ে যান মেয়ের বাবা ও বরের চাচা। সেখানে সবার উপস্থিতিতে তারা বিয়ের বিবরণ দেয়। পরে তাঁদের উদ্ধার করে ঈশ্বরদী থানায় নিয়ে আসে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, ‘আটক দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হবে’।