

ঈশ্বরদীর ম্যাপ
ঈশ্বরদীতে এক গৃহবধূকে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৪ জুলাই) রাত ১০টায় উপজেলার পূর্বটেংরি গোরস্থান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ওই গৃহবধূর নাম নাসরিন সুলতানা স্বর্ণা (২৩)। সে ওই এলাকার মনিরুল ইসলাম জনির স্ত্রী। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কী কারণে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, সে বিষয়ে কেউ নিশ্চিত হতে পারেনি।
গৃহবধূ বলেন, ‘রাতে তাঁর শয়ন কক্ষের জানালা খোলা ছিল। তিনি জানালার পাশের খাটে বসে গল্পের বই পড়ছিলেন। কেউ জানালা দিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলা কাটার চেষ্টা করেছে। এ সময় হাত টেনে ধরে তিনি চিৎকার দিলে ওই ব্যক্তিরা দৌড়ে পালিয়ে যায়। এ সময় তাঁর গলা থেকে রক্ত বের হতে থাকে। পরে সংবাদ পেয়ে রাতেই থানার পুলিশ ঘটনাস্থলে আসে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাসনিম তামান্না স্বর্ণা বলেন, ‘গলার রগ কাটেনি। গলার ক্ষত পুরু না হওয়ায় সেলাই দেওয়া হয়নি। নাসরিন আশঙ্কামুক্ত।’
একই এলাকার ৫-৬ জন স্থানীয় বাসিন্দা সাংবাদিকদের বলেন, ‘এ ঘটনার পর বুধবার রাতে এলাকাবাসী বিভিন্নস্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের সন্ধান করে। কিন্তু তারা পালিয়ে যাওয়ায় তাদেরকে ধরা সম্ভব হয়নি। এখন এলাকার লোকজন ঘুমাতে পারছে না। বর্তমানে এলাকাবাসী আতঙ্কে রয়েছে।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, ‘খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। তবে বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে নিয়েছেন’।