

আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের একাংশের নেতাকর্মীরা মানববন্ধন করেছে। মঙ্গলবার, ২৩ জুলাই, ঈশ্বরদী।
ঈশ্বরদীতে ১৯৯৪ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলা আদালতের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কে মানববন্ধন করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের একাংশের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৩ জুলাই) বিকেলে সলিমপুর ইউনিয়নের জয়নগর বোর্ড অফিস মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নায়েক (অবঃ) এম এ কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা।
এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবু রাম পান্ডে, পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম নান্টু, পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সজিব মালিথা, ছাত্রলীগ নেতা আল ইমরান প্রমূখ।
বক্তারা প্রধানমন্ত্রীর কাছে দ্রুত মামলার রায় কার্যকর করার দাবি জানান। তাঁরা বলেন, এ রায়ে তাঁরা খুশি।