

সাইদুল ইসলামের জানাযার একাংশ। ঈশ্বরদী। শনিবার, ১৩ জুলাই।
সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের নিবেদিত প্রাণ ও সাংবাদিক সাইদুল ইসলাম (৫৯) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১২ জুলাই) রাত ১২টা ১৫ মিনিটে তিনি ঈশ্বরদী শহরের শেরশাহ্রোড তাঁর বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর বাবা তৃপ্তি হোটেলের মালিক প্রায়াত রহিম ফকির।
শনিবার (১৩ জুলাই) দুপুর ২টায় ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থান মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে ঈশ্বরদী কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
এদিকে সাইদুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী মালিথা, পাবনা জেলা পরিষদ সদস্য ও ঈশ্বরদীনিউজটুয়েন্টিফোর.নেট-এর প্রধান সম্পাদক শফিউল আলম বিশ্বাস, বিশ্ববাংলা সাহিত্য পরিষেদের সমন্বয়ক ড. কুয়াশা মাহমুদ, অবসরপ্রাপ্ত অধ্যাপক শহিদুল ইসলাম, অধ্যাপক আকতার হোসেন, মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুর রহমান, প্রকৌশলী হাসিবুর রহমান, সাহিত্য-সংস্কৃতি পরিষদের সভাপতি এ্যাড. মোস্তাফিজুর রহমান কামাল, সাধারণ সম্পাদক ইঞ্জিঃ শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ, মোস্তাক আহমেদ কিরণ, এস এম রাজা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সহসভাপতি অধ্যাপক হাসানুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজুলর রহমান, অধ্যাপক আবুল হাশেম, সিনিয়র সাংবাদিক মাহাবুবুল হক দুদু, ঈশ্বরদীর কাগজের সম্পাদক কে এম আবুল বাশার, সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার, কলামিষ্ট হাসান চিশতী, সাহিত্য কোলাহলের সভাপতি রইচ উদ্দিন বাবলু, সাধারণ সম্পাদক রেজাউল করিম ফেরদৌস, জাতীয় সাংবাদিক সোসাইটির সভাপতি তৌহিদ আক্তার পান্না ও ঈশ্বরদী ফটো সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি শেখ ওয়াহেদ আলী সিন্টু প্রমূখ।