

রুহুল আমিন ইকবাল।
নজরুল সংগীতের বরেণ্য শিল্পী রুহুল আমিন ইকবাল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৫ জুলাই) দুপুর তিনটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি স্ত্রী, এক মেয়েসহ আত্মীয়স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার এশার নামাজের পর রূপপুর ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁকে রূপপুর কবরস্থানে দাফন করা হয়েছে।
রুহুল আমিন ইকবাল ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মাত্র ছয় বছর বয়সে তাঁর সংগীতজীবনের শুরু হয়। বাবা প্রয়াত আমিনুদ্দিন বিশ্বাস কৃষি কাজ করতেন। এর মধ্যে ইকবাল দেশের কয়েকটি জেলায় বিভিন্ন শিক্ষকের কাছে সংগীতের তালিম নেওয়ার সুযোগ পান। নিয়মিত গাইতে শুরু করেন বেতার ও টেলিভিশনে।