

রাজিব সরকার। ফাইল ছবি
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজীব সরকার মঙ্গলবার (২৫ জুন) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান বলে তাঁর স্বজনেরা ঈশ্বরদীনিউজটুয়েন্টিফোর.নেটকে নিশ্চিত করেছেন।
ব্রেনস্ট্রোক ও হৃদরোগে আক্রান্তের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কয়েক মাস আগে রাজিব সরকারকে চিকিতসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৫টায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
তাঁর মৃত্যুতে পাবনা-৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলু এমপি শোক প্রকাশ করেছেন।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা। জানাজা শেষে তাকে চির নিদ্রায় শায়িত করা হবে ঈশ্বরদী কেন্দ্রীয় কবরস্থানে।