

ইয়াবাসহ আটক পাশা বিশ্বাস পুলিশ হেফাজতে।
ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে ৬৬ পিস ইয়াবাসহ পাশা বিশ্বাস (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ জুন) দিবাগত রাতে তালতলা মোড় এলাকা থেকে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে তাঁকে আটক করা হয়।
এরপর বুধবার (১৯ জুন) সকালে আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃত মাদক বিক্রেতা উপজেলার পাকশী ইউনিয়নের যুক্তিতলা গ্রামের রওশন বিশ্বাসের ছেলে।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম শহীদ বলেন, দীর্ঘদিন থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে পাকশী ইউনিয়নে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পাকশীর সিভিলহাট তালতলা এলাকায় অভিযান চালিয়ে ৬৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাঁকে গ্রেফতার করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, তার নামে একাধিক মামলা রয়েছে। আজ বুধবার মামলা নথিভুক্ত করে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।