

স্মরণ সভায় বক্তব্যে দেন পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু।
প্রায়ত বিশিষ্ঠ সমাজ সেবক ও মুক্তিযুদ্ধের সংগঠক মাহমুদুর রহমানের স্মরণে ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের উদ্যোগে স্মরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ জুন) বিকেলে পরিষদ সভাপতি এ্যাড. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় অতিথি ছিলেন পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু।
সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ আব্দুল জব্বার, অধ্যাপক আখতার হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বিশ্বাস, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার কুন্ডু, অধ্যক্ষ হামিদুর রহমান, উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, কুয়াশা মাহমুদ, ওহিদুর রহমান ঝন্টু, আতাউর রহমান বাবলু ও জাহিদুল আলম সনু প্রমূখ।
স্মরণসভা শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।