

প্রতিকী ছবি
আততায়ীর গুলিতে নিহত পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিমের ছোট ভাই (চাচাতো) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে কর্মরত অফিস সহকারী মনজুরুল আহসান রুবেলকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২৭ মে) দুপুর তিনটা সময় তাঁর মুঠোফোনে কল করে চাঁদা, দিতে না পারলে হত্যার হুমকিও দেওয়া হয়।
হুমকির ঘটনায় মঙ্গলবার (২৮ মে) দুপুরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তাঁর তথ্য অনুযায়ী, ০১৯২৩৭৬৬৯০৩ নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে।
মনজুরুল আহসান রুবেল অভিযোগ করেন, বেশ কয়েক দিন ধরেই তাকে অচেনা ফোন নম্বর থেকে এমন হুমকি দেয়া হচ্ছে। সর্বশেষ সোমবার একটি অপরিচিত নম্বর থেকে ‘সর্বহারা পরিচয় দিয়ে এক লাখ টাকা চাঁদা চান এক ব্যক্তি। প্রাণনাশের হুমকি দিয়ে আরও বলেন, তোর পরিণতি সেলিম নেতার মতো হবে, তুই খুব বেরে গেছিস।
তিনি সাংবাদিকদের বলেন, ‘কারও সঙ্গে তাঁর কোনো শত্রুতা নেই। কয়েক দিন ধরেই একাধিক অচেনা নম্বর থেকে তাকে ফোন করে নানারকম হুমকি দেয়া হচ্ছে। তাকে তুলে নিয়ে যাওয়া হবে, হত্যা করা হবে।
জানতে চাইলে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, ‘পুলিশ জিডি পেয়েছে। নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি পাকশীর রূপপুরে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সেলিম নিহত হন।