

সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ
ঈশ্বরদী উপজেলার স্কুল শিক্ষার্থীদের মধ্যে শুরু হওয়া ‘সৃজনশীল মেধা অন্বেষণ-২০১৯’ প্রতিযোগিতার পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ মে) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয়ে ১২ জন সেরা মেধাবী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ইউএনও আহম্মেদ হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭২ জন প্রতিযোগী অংশ নেয়। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৩টি গ্রুপে মোট ৪টি বিষয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৪টি বিষয় হলো- ভাষা ও সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান/বিজ্ঞান, গণিত ও কম্পিউটার এবং বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার বলেন, শিক্ষাকে একটি সৃজনশীল ধারায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এজন্য শিক্ষকদের পাঠদানের কৌশল, শ্রেণিকক্ষের পরিবেশ বদলাতে হবে। শিক্ষার লক্ষ্য হচ্ছে পড়ার আগ্রহ ও মেধা বিকাশের সুযোগ তৈরি করা। শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ না রেখে নিজেকে পরিপূর্ণ বিকাশের সুযোগ নিতে হবে।