



নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
শুক্রবার (১০ মে) রাতে শহরের পশ্চিম টেংরি কাচারী পাড়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হলেন- উপজেলার পিয়ারাখালী এলাকার নাদের মল্লিকের স্ত্রী চায়না বেগম (৪৩)।
ঈশ্বরদী থানার (ওসি) বাহাউদ্দীন ফারুকী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম টেংরি কাচারী পাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী চায়নাকে গ্রেফতার করা হয়। এসময় তাঁর ঘর তল্লাশি করে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হবে।