



নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতে ২০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহিনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে সাহাপুর ইউনিয়ন ও শহরের আলহাজ্ব মোড়ের সামনে থেকে মঙ্গলবার (৭ মে) দিবাগত রাতে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হলেন- পাবনার হেমায়েতপুর এলাকার মৃত সেকেন্দার খাঁর ছেলে আলিম খাঁ (২৯) এবং সদর থানার আঁটুয়া পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে উল্লাস (২৯)।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, পুলিশের একটি টহল দল নিয়মিত অভিযান পরিচালনাকালে ওই দুই মাদক ব্যবসায়ীকে ফেনসিডিলসহ আটক করে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য ২০ হাজার টাকা বলেন ওসি৷