

ছবি: ঈশ্বরদীনিউজটুয়েন্টিফোর.নেট গ্রাফিক্স টিম
ঈশ্বরদীতে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম নাজমুল হোসেন (৩২) । তিনি মুলাডুলি ইউনিয়নের ঢুলটি গ্রামের মৃত ইবাদ আলীর ছেলে এবং পেশায় ট্রাক্টর ড্রাইভার।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (০১ নভেম্বর) সন্ধ্যায় ঈশ্বরদী-পাবনা মহাসড়কের ঢুলটি বাজার এলাকার রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় নাজমুল গুরুতরভাবে আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। নাজমুলের অবস্থা সংকট পূর্ণ হওয়ায় সোমবার (০২ নভেম্বর) রাতে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যায়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে।