

রিয়াজ। ফাইল ছবি
ঈশ্বরদী শহরের রেলগেট এলাকা থেকে সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় তিন পিস ইয়াবাসহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মমতাজ মহলের গাড়ির চালক রিয়াজ কে আটকের কথা জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। এসময় তিনি বলেন, ‘গাড়ির চালকের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’
পুলিশের ভাষ্য, রেলগেট এলাকায় মোটরসাইকেলে করে ইয়াবা যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানা পুলিশ রেলগেট এলাকায় অবস্থান নেয়। পরে মোটরসাইকেলটি পৌঁছলে পুলিশ আটক করে তল্লাশি চালায়। এসময় মানি ব্যাগ থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মমতাজ মহল বলেন, ‘রিয়াজ নিয়মিত গাড়ি চালক নন। সে গেল কয়েক দিন ধরে ছুটিতে ছিলেন।’