

ঈশ্বরদীতে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন অভিযানের একাংশ।
ঈশ্বরদীতে রেলওয়ের জায়গায় গড়ে তোলা প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বুধবার (১২ আগস্ট) সকালে ঈশ্বরদী রেলওয়ে জংশন ও রেলকলোনী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সরেজমিনে দেখা যায়, এই এলাকায় উচ্ছেদ অভিযানের সময় অধিকাংশ ব্যক্তিরা তাদের মালামাল তড়িঘড়ি করে সরিয়ে ফেলেন। তবে অবৈধ স্থাপনা উচ্ছেদের আগে সংশ্লিষ্ট স্থানের ১১০টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এছাড়াও কাচারী পাড়া শ্রী শ্রী হরে কৃষ্ণ সংঘ মন্দিরের গুদাম ঘরের মালামাল জব্দ করে নিলামে বিক্রি করা হয়। এসময় উচ্ছেদ অভিযানে বাধাদান করায় দুপুরে আটক করা হয় তোফাইল হোসেন,সুমন ও মাসুম নামের তিন দখলদারকে।
উচ্ছেদ অভিযানের সময় পশ্চিম রেলের নির্বাহী হাকিম ও পাকশী রেল বিভাগের ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামানসহ স্থানীয় পুলিশ প্রশাসন ও রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মো. নুরুজ্জামান জানান, অবৈধ দখলদারদের কয়েকবার নোটিশ ও ওই এলাকায় মাইকিং করে স্থাপনা সরিয়ে নিতে বলা হয়। তারপরও তারা স্থাপনা না সরালে আজ ওই উচ্ছেদ অভিযান চালানো হয়।
দখলকারীরা জানান, স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী তাঁদের কাছ থেকে টাকা নিয়ে রেলের জায়গায় তাঁদের বসতে দিয়েছিলেন। উচ্ছেদের আগে রেলওয়ের পক্ষ থেকে তাঁদের কোনো নোটিশ দেওয়া হয়নি।