

ঈশ্বরদীর ম্যাপ।
ঈশ্বরদীতে এক শিশুকে বলাৎকারের অভিযোগে তাইবুর ইসলাম (৩৬) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রীকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার ইসলামপুর ভুতেরগাড়ি এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে দেখে তার পাশে গিয়ে বসে তাইবুর। এক পর্যায়ে শিশুটিকে সে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে বলৎকার করেন। বিষয়টি স্থানীয় যুবকদের সন্দেহ হয়। কিছুক্ষণ পর ভুক্তভোগী শিশুটির চিৎকার শুনে তাইবুরসহ ওই শিশুকে উদ্ধার করে।
আমবাগান পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, স্থানীয় জনগণ ওই ব্যক্তিকে ধরে পুলিশে সোপর্দ করে।
এদিকে নির্যাতনের শিকার শিশুটির বাড়ি ওই এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শিশুটির অভিযোগ, সে সকালে বাড়ির পাশের সড়কে হাটছিলেন। এরপর তাইবুর তাকে ফাঁকা মাঠে নিয়ে যান। এর পর এসব করেন। আমি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই।
শিশুটির বাবা অভিযোগ করেছেন, ওই ব্যক্তির পক্ষ নিয়ে প্রভাবশালীরা তাকে মামলা না করার জন্য চাপ দিচ্ছেন।
ঈশ্বরদী পৌর কাউন্সিলর আবুল হাশেম জানান, এ ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন এলাকাবাসী। তার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।