

ঈশ্বরদী খেলাঘরের কালো ব্যাচ ধারণ কর্মসূচির উদ্বোধন হচ্ছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চলতি আগস্ট মাসব্যাপী কর্মসূচী হাতে নিয়েছে খেলাঘর ঈশ্বরদী উপজেলা শাখা।
এর অংশ হিসেবে খেলাঘরের উপদেষ্টা ও পাবনা জেলা আওয়ামীলীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার সৈয়দ আলী জিরু উদ্যোগে বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালন হয়েছে।
খেলাঘর কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন কমিটির সাধারন সম্পাদক প্রভাষক জাকিরুল মওলা সুমন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন সহসভাপতি মোস্তাফিজুর রহমান তুফানসহ বিভিন্ন আসরের সদস্যরা।
বক্তব্যে তুফান বলেন, আনুষ্ঠানিকতা পালনের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করে তার আদর্শ লালন ও পালন করা। জাতির পিতা যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছেন সেই স্বপ্নকে বাস্তবায়ন করে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণ করা।
তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছরে সরকার অনেক কর্মসূচি নিলেও প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে তা পালন করা সম্ভব হচ্ছে না।