

করোনা পরিস্থিতিতে শনিবার মুখে মাস্ক এঁটে সামাজিক দূরত্ব বজায় রেখে জামাতে ঈদুল আজহার নামাজ আদায় করেন ঈশ্বরদীর মুসল্লিরা।
করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে শ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। এ ব্যাপারে আগে থেকেই সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হয়েছে।
স্বাস্থ্যবিধি অনুসরণ করে শনিবার (১ আগস্ট) সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মসজিদের পেশ ইমাম ওলিউল্লাহ।
নামাজ শেষে মোনাজাতে দেশ-জাতির মঙ্গল কামনায় আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। করোনার কারণে নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলি থেকে বিরত থাকলেও পরস্পরে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগে মসজিদে ঈদের নামাজ আদায় করতে শহরের বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন মুসল্লিরা।