

ফাইল ছবি
কোভিড-১৯ পরিস্থিতিতে ঈদগাহে জামাত বাতিল করেছে সরকার। সারাদেশের মতো ঈশ্বরদীতে মসজিদে মসজিদে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে।
প্রতিবছরের মতো এবারও ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদে পর্যায়ক্রমে দুইটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ওলিউল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন।
করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এসব জামাত আয়োজনের নির্দেশনা দেয়া হয়েছে।
কেন্দ্রীয় মসজিদে ঈদের প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এরপর সেখানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে।