

ঈশ্বরদী সরকারি কলেজ ফেসবুক গ্রুপের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। ছবি : সংগৃহীত
ঈশ্বরদীর সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। কলেজটির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ফেইসবুক গ্রুপ “ঈশ্বরদী সরকারি কলেজ ১৯৬৩ হতে বর্তমান” এর অ্যাডমিনদের উদ্যোগে সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ এর মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় ঈশ্বরদী সরকারি কলেজের জীব বিজ্ঞান বিভাগের শিক্ষক সাইদুর রহমান, পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব ও উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
গ্রুপটির অ্যাডমিনদের পক্ষ থেকে আরাফাত জামান বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছি। আমরা এই গ্রুপের মাধ্যমে আমাদের কলেজ ও সামাজের জন্য উন্নয়ন মূলক কার্যক্রম করার উদ্যোগ গ্রহন করেছি পর্যায়ক্রমে সকলের সহযোগিতায় সব কাজ বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।