

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে গালিবুর রহমান শরীফের বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করছেন।
ঈশ্বরদীতে মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য গালিবুর রহমান শরীফ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত এক কোটি বৃক্ষের চারা রোপণের অংশ হিসেবে এই বৃক্ষরোপণ করা হয়।
সোমবার (২৮ জুলাই) বিকালে উপজেলার অরনকোলা এলাকায় একটি আম, একটি অশোক ও একটি নাগেশ্বর চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হয়।
এই সময় গালিবুর রহমান শরীফ বলেন, মুজিববর্ষ উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে বৃক্ষরোপণ অন্যতম। পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রায় এক হাজার টি বৃক্ষের চারা রোপণের লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে।