

রেজাউল রহিম লাল। ছবি: ঈশ্বরদীনিউজটুয়েন্টিফোর.নেট গ্রাফিক্স টিম
পাবনা জেলা আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল উপনির্বাচনে অংশ নেবেন। আওয়ামী লীগের প্রার্থী হয়ে পাবনা-৪ আসন থেকে নির্বাচনে লড়বেন তিনি; এমন খবর গত কয়েক দিন ধরে রাজনৈতিক গোল টেবিল শোনা যাচ্ছে। একাধিক ঘনিষ্ঠ সূত্র থেকেও বিষয়টির ইঙ্গিত পাওয়া যায়।
তবে নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে লাল কোনো মন্তব্য করেননি। অনেকটা চুপ করেই ছিলেন গত কয়েক দিন। অবশেষে মুখ খুললেন তিনি। জানালেন জাতীয় নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে।
ঈশ্বরদীনিউজটুয়েন্টিফোর.নেট সাথে আলাপকালে তিনি জানান, তিনি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে অংশ নেয়ার জন্য প্রস্তুত। এখন প্রধানমন্ত্রী যদি মনোনয়ন দেন, তাহলে এটা বাস্তবায়ন হবে। যদিও নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কোনো আলাপ হয়েছে কিনা, সেই বিষয়ে কিছু বলেননি এই নেতা। বলেছেন, ‘সময় হলে সব জানানো হবে’।