

আসিক। ফাইল ছবি
নিখোঁজ হওয়ার তিন দিন পর আখ খেত থেকে মো: আসিক (১৬) নামের এক শিক্ষার্থীর গলিত লাশ উদ্ধার করেছে ঈশ্বরদী থানা-পুলিশ। গত শুক্রবার বিকেল থেকে যুবকটি নিখোঁজ ছিল।
নিহত আসিক পাবনা সদর উপজেলার খাপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে, বালিয়াহালট আমজাদ হোসেন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় ছয়টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের নিকরহাটা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
যুবকের বাবা আবুল কাশেম বলেন, ‘করোনার কারণে স্কুল বন্ধ থাকায় আসিক মাঝে মধ্যে তার ব্যাটারী চালিত অটোরিকশা চালাতো। ওইদিন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর আর সে বাড়িতে ফিরেনি। আমরা অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে পরের দিন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি। আজ সোমবার রাতে লোকমুখে শুনতে পাই, আখ খেত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে আমার ছেলে আসিকের লাশ শনাক্ত করি।’
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসীর উদ্দিন বলেন, ‘এলাকাবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ যুবকের লাশ উদ্ধার করে। পরে নিহতের বাবা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হবে।’
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: ফিরোজ কবির জানান, ‘ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অটোরিকশা ছিনতাই করার জন্য তাকে খুন করেছে। এ ব্যাপারে তদন্ত চলছে।’
আরও পড়ুন- ঈশ্বরদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার