

ঈশ্বরদীর ম্যাপ।
ঈশ্বরদীতে অজ্ঞাতনামা (১৮) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত যুবকের পরনে ছিল আকাশী-নীল রঙের হাফ হাতা গেঞ্জি ও সবুজ রঙের প্যান্ট।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকাবাসী সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার মুলাডুলি ইউনিয়নের নিকরহাটা নামক স্থানে ঘাস কাটতে গিয়ে আখ ক্ষেত থেকে তার লাশ দেখতে পায়। পরে তিনি ঘটনাটি স্থানীয় থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি রাতে উদ্ধার করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, ময়নাতদন্তের পর হত্যার মুলরহস্য বের হবে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।