

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে ঈশ্বরদী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে দলের নেতা-কর্মীরা সোমবার (২৭ জুলাই) সকালে শহরের ষ্টেশন রোড আ’লীগের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে দিবসটি পালন করে।
এতে ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যকরী সদস্য ইশতিয়াক আহমেদ লীন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ও পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সানোয়ারসহ ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।