

মেজর জেনারেল (অব.) নজরুল ইসলাম রবি। ফাইল ছবি
পাবনার কৃতি সন্তান, সাবেক ডিজিএফআই প্রধান মেজর জেনারেল (অব.) এএসএম নজরুল ইসলাম রবি পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের আসন্ন উপ-নির্বাচনে সংসদ সদস্য পদে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন।
বুধবার (২২ জুলাই) বিকেলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের কাছে পাবনা-৪ আসনের সংসদ সদস্য পদে মনোনয়নের জন্য আবেদন করবো।
তিনি আরও জানান, এ আসনে তাকে মনোনয়ন দিলে বিপুল ভোটে নির্বাচিত হয়ে আসনটি তিনি শেখ হাসিনাকে উপহার দেবেন।
তিনি এসময় জননেত্রীর সিদ্ধান্ত মেনে নিয়ে সকলকে নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ করতে আহবান জানান।