

মমতাজ মহল। ফাইল ছবি
ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মমতাজ মহল করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) সকালে ১০টার দিকে তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ বলে জানানো হয়।
মমতাজ মহল বলেন, তাঁর করোনার উপসর্গ ছিল না। হালকা কাশি দেখা দিলে গেল কয়েকদিন আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন তিনি। ওই নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর থেকে তিনি বাড়ীতে আইসোলেশনে আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, করোনা পরিস্থিতিতে বিদেশফেরত ব্যক্তিদের কোয়ারেন্টিন নিশ্চিত, লকডাউন কার্যকর, ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ত্রাণ কার্যক্রমসহ নানা কার্যক্রমে সরাসরি অংশ নিয়েছেন এই কর্মকর্তা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা খান বলেন, এর আগে একবার নমুনা পরীক্ষা করা হলেও নেগেটিভ আসে তাঁর। এবার নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ এসেছে।