

ব্যারিস্টার জিরুর মায়ের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক।
পাবনা জেলা আওয়ামীলীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার সৈয়দ আলী জিরুর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (০৪ জুলাই) মন্ত্রী শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, প্রার্থনা করছি পরিবারের সদস্যরা এ শোক কাটিয়ে উঠবেন।
শুক্রবার (০৩ জুলাই) রাত সাড়ে দশটায় রাহেলা খাতুন বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি…ইলাইহি রাজিউন)।