

পাকশীতে মৌন মিছিল।
বর্তমানে করোনা ভাইরাস মহামারী পরিস্থিতি বিবেচনা করে পাকশী ইউনিয়নে উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ ও পূর্ণবাসন নিশ্চিত করতে স্থানীয়রা মৌন মিছিল করেছেন। একই দাবিতে তাঁরা পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আসাদুল হক আসাদের কাছে স্মারকলিপিও দিয়েছেন।
মঙ্গলবার (০৭ জুলাই) সকালে উপজেলার আমতলা এলাকায় পাকশী অধিবাসী বৃন্দ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। বেলা ১১টার দিকে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক কার্যালয়ের মাঠ থেকে মিছিলটি বের করা হয়। বেলা সাড়ে এগারোটার দিকে স্থানীয়রা ডিআরএম কাছে স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, পাকশী ইউনিয়নে বর্তমানে করোনা ভাইরাস মহামারী পরিস্থিতিতে বিপুল সংখ্যক বেকার জনগোষ্ঠী হতাশা আর হাহাকারে জীবনযাপন করছেন। এর মধ্যে পাকশী জনবসতি উচ্ছেদের প্রাথমিক পদক্ষেপ হিসেবে শুরু হয়েছে খুঁটিপূঁতে জমি দখলের প্রক্রিয়া। এ কারণে বসবাসকারী নিন্মবিত্ত ছিন্নমূল অসহায় মানুষের মধ্যে প্রচন্ড হতাশা দেখা দিয়েছে। এর মধ্যে কয়েকজন হৃদযন্ত্রের শ্বাসক্রীয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। এ অবস্থায় জনবসতি উচ্ছেদের অমানবিক বিষয়টি বিবেচনায় আনা উচিৎ বলে তাঁরা দাবী করেন।
মৌন মিছিলে অংশ নেন আওয়ামী লীগ উপজেলার কমিটির সহসভাপতি ও শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা রশিদুল্লাহ, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হবিবুল, পাবনা জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম বাবু মণ্ডল, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম রফি, পাকশী ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পাকশী ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, পাকশী বাজার সমিতির সভাপতি গোলাম কিবরিয়া প্রমুখ।
সব শেষে ডিআরএম কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন রশিদুল্লাহ। এসময় তিনি বলেন, ‘এক-দুইদিনের মধ্যেই ঈশ্বরদী প্রেসক্লাবের সামনে বৃহৎ আকারে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। তাছাড়াও আজকে মানববন্ধন হওয়ায় কথা ছিল কিন্তু পুলিশের বাধাই সেটি হয়নি বলে অভিযোগ করেন তিনি।’