

ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন।
পাকশীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করতে উচ্ছেদ হাওয়া দোকান মালিকদের ক্ষতি পূরণ ও স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (০৬ জুলাই) সকালে ঈশ্বরদী শহরের ষ্টেশন রোড এলাকার প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
রূপপুর মোড় ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জাল্লাল উদ্দিন তপন। সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা রশিদুল্লাহ, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পাকশী রেল শ্রমিক লীগের সভাপতি ইকবাল হায়দার, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী রওশন আলম রনি ও মিলন হোশেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৬৬ সালে যখন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার জন্য জমি অধিগ্রহন করতে যেসকল বসত বাড়ি উচ্ছেদ করে, তাঁদের কিছু সংখ্যাক পরিবারকে পাশের গ্রামে পূর্ণবাসন করা হয়। সেইসব ক্ষতিগ্রস্থ পরিবারের অধিকাংশ সদস্যরা জীবন ও জীবিকার তাগিদে এইসব দোকান পরিচালনা করতেন। এই আকস্মিক উচ্ছেদ কার্যক্রম পরিচালনার আগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ও প্রকল্প পরিচালক মৌখিক ক্ষতি পূরণের দেওয়ার প্রতিশ্রুতিতে দিয়েছিলেন। কিন্ত এ পর্যন্ত তারা কোন ক্ষতিপূরণ না পেয়ে মানবেতর জীবন যাপন করছে বলে ব্যবসায়ীরা জানান।
এ প্রসঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রকল্প পরিচালক শৌকত আকবর বলেন, মানবিক দিক বিবেচনা করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। বর্তমান করোনা মহামারি পরিস্থিতি স্বাভাবিক হলে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।