

প্রতীকী ছবি।
ঈশ্বরদীতে করোনা শনাক্তের সংখ্যা বেড়েই চলছে। রোববার (০৬ জুলাই) সন্ধ্যায় সবশেষ নমুনা পরীক্ষার ফলাফলে আরও ৫৮ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা ১২২ জন।
নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে চাকরি প্রত্যাশী সকলে। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসমা খান এ তথ্য জানান।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার (০৪ জুলাই) ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পিসিআর ল্যাব থেকে রাজশাহী বিভাগের ৩৭ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে ঈশ্বরদী উপজেলায় ২৬ জনের কোভিড ‘পজিটিভ’ শনাক্ত হয়। সবশেষ বেসরকারি ব্যবস্থাপনায় ব্যক্তিগত উদ্যোগে ২৪ ঘণ্টায় ঢাকার সেক্টর ৬, উত্তরা একটি হাসপাতাল ল্যাবে ঈশ্বরদী উপজেলা থেকে সংগ্রহ করা প্রায় ২০০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৮টি নমুনা কোভিড-১৯ পজিটিভ।
এ প্রসঙ্গে আসমা খান বলেন, উপজেলায় কোভিড-১৯–এ আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২০ জন সুস্থ হয়েছেন। বাকীদের বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। অধিকাংশ ব্যক্তির শরীরে কোভিড-১৯–এর লক্ষণ নেই।
ঈশ্বরদীতে প্রথম কোভিড রোগী শনাক্ত হয় গত ০৮ মে। এরপর জুন মাসের শেষ দিন পর্যন্ত দেড় মাসে ৩৮ জনের করোনা শনাক্ত হয়। জুলাই মাসের ২ দিনে এ সংখ্যা ১২২ জনে পৌঁছাল।