

বৃক্ষরোপণ কর্মসূচি।
মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পাবনা জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিষ্টার সৈয়দ আলী জিরু।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচিতে ঈশ্বরদী থানার আওতাধীন ৮, ৯ ও ৭ নম্বর ওয়ার্ডে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।
এ প্রসঙ্গে পাবনা এডওয়ার্ড কলেজের সাবেক ছাত্রলীগ নেতা ও ঈশ্বরদী খেলাঘর উপজেলা শাখাত সহসভাপতি মোস্তাফিজুর রহমান তুফান বলেন, পরিবেশ বাঁচাতে আমাদের এ কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে আমরা ঈশ্বরদী থানার আওতাধীন বিভিন্ন এলাকায় বনজ, ফলজ ও ভেষজ গাছের চারা রোপন করেছি।
ব্যারিষ্টার সৈয়দ আলী জিরু বলেন, কিভাবে দেশের মানুষকে উন্নত জীবন দেব সেটা যেমন জাতির পিতা বলে গেছেন তেমনি কিভাবে এদেশের প্রকৃতি ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে, সেসব বিষয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি।