

প্রতীকী ছবি।
ঈশ্বরদী কদমতলা ঈদগাহ রোড এলাকায় করোনা উপসর্গ নিয়ে এক গৃহবধূর (২৬) মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও বুকে ব্যথায় ভুগছিলেন।
তাঁর স্বামী জানান, তার স্ত্রী অসুস্থ থাকায় বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। সকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে বাসা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এফ এ আসমা খান বলেন, উপসর্গ নিয়ে মারা ঠিক কতজন মারা গেছেন তার কোনও সরকারি বা বেসরকারি হিসাব তাদের কাছে নেই বলে জানান তিনি।