

ছবিতে বাম থেকে: বাহাউদ্দীন ফারুকী ও শেখ মোঃ নাসীর উদ্দীন। ছবি: সংগৃহীত
ঈশ্বরদী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকীকে বদলি করা হয়েছে। তার নতুন কর্মস্থল সিরাজগঞ্জ জেলায়।
তার স্থলাভিষিক্ত হয়েছেন চাটমোহর থানার ওসি শেখ মোঃ নাসীর উদ্দীন।
ঈশ্বরদীর এই ওসির বদলির ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই আক্ষেপ করেছেন। এই ওসির বদলির আদেশের প্রত্যাহারের দাবিও জানিয়েছেন কেউ কেউ।
ওসির বদলির খবর নিশ্চিত করেন পাবনা পুলিশ সুপার দপ্তরের একটি সূত্র। এর আগে ২০১৮ সালের ৬ নভেম্বর ঈশ্বরদী থানায় যোগদান করেন তিনি।
জানা যায়, এ উপজেলার মাদক নির্মূল ও থানার অবকাঠামো উন্নয়ন করে এলাকাবাসীর প্রশংসা পেয়েছিলেন। অল্প কয়েকমাসেই তিনি জায়গা করে নিয়েছিলেন ঈশ্বরদীবাসীর হৃদয়ে।
যোগদানের দুই মাস ১২ দিনের মাথায় স্পর্শকাতর মামলাসহ মাদকের ১১টি মামলায় মোট ১৬ জন আসামিকে গ্রেপ্তার করেছিলেন ওসি বাহাউদ্দীন ফারুকী।
এ দিকে, পুলিশ জনগণের বন্ধু- এই কথাটি বাস্তবে জনগণের কাছে পৌঁছে দিতে ইতোমধ্যেই থানায় আমূল পরিবর্তন এনেছিলেন তিনি। অন্যদিকে সে যোগদানের পর ঈশ্বরদীকে মাদক মুক্ত করতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ এলাকাবাসী ও সুশীল সমাজের সার্বিক সহযোগিতায় এই সফলতার দেখা মিলেছে।