

ঈশ্বরদীতে করোনা ভাইরাস। ছবি: ঈশ্বরদীনিউজটুয়েন্টিফোর.নেট গ্রাফিক্স
ঈশ্বরদীতে নতুন করে আরও পাঁচজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৩০।
সোমবার (২২ জুন) রাতে ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার পর জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও সিভিল সার্জন মেহেদী ইকবাল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাজশাহী পিসিআর ল্যাবে সোমবার সন্ধ্যার ফলাফলে পাবনা জেলায় সর্বশেষ ৪৩ জনের করোনা শনাক্ত হলেও ঈশ্বরদী উপজেলার (কোভিড-১৯ এ) আক্রান্ত রোগী পাওয়া যায়নি। তবে রাত সাড়ে ১০টায় ঢাকা ল্যাবের ফলাফলে পাবনা জেলায় নতুন করে আরও ২২ জনের করোনা শনাক্ত হয়েছে এরমধ্যে ঈশ্বরদীর উপজেলার পাঁচজন আছে। এ নিয়ে জেলার সোমবার মোট সংক্রমিতের সংখ্যা ৬৫।