ফতেমোহাম্মদপুর প্রতিনিধি: ঈশ্বরদী উপজেলার ফতেমোহাম্মদপুর এলাকায় ব্যাটারি চালিক অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে ফতেমোহাম্মদপুর-ঈশ্বরদী বাজার সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হলেন- ফতেমোহাম্মদপুর হিন্দুপাড়া এলাকার মোবারক আলী মৃধার ছেলে চাঁদ আলী মৃধা (৭০)। তাঁর ছেলে সাহাব উদ্দিন পচা এ এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ।
স্থানীয় লোকজন জানান, বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি অটোরিকশা চাঁদ আলীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুত্বর আহত হয় তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে চাঁদ আলী মারা যায়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী সড়ক দুর্ঘটনা কীভাবে ঘটেছে তা দুপুর ২টায় নিশ্চিত করতে পারেনি।